ridercritic

TVS Radeon 110 – ৮ মাস ব্যবহার করার পর আমার অভিজ্ঞতা

By Shahriar FaridDecember 04, 2025
TVS Radeon 110 – ৮ মাস ব্যবহার করার পর আমার অভিজ্ঞতা

বাংলাদেশে ১০০-১১০ সিসি কমিউটার সেগমেন্টে অনেক বাইক আছে, কিন্তু মাইলেজ এবং দৈনন্দিন ব্যবহার বিবেচনা করলে TVS Radeon 110 আমার কাছে আলাদা মনে হয়েছে। আমি এই বাইকটি ব্যবহার করছি প্রায় ৮ মাস ধরে। তাই নিজের অভিজ্ঞতার ভিত্তিতে একটা বিশদ ব্লগ পোস্ট লিখছি, যাতে যারা বাইকটি কেনার কথা ভাবছেন তারা কিছুটা ধারণা পান।

110 এর ইঞ্জিনটা খুব স্মুথ চলে। স্টার্ট নিতে দেরি হয় না এবং জ্যামে ধীরগতিতে চালালেও ইঞ্জিনের কোন অস্বাভাবিক শব্দ বা ঝাঁকুনি হয় না। এর লো-এন্ড টর্ক ভালো হওয়ায় শহরের জ্যামে ফাঁক খুঁজে চলা বেশ সহজ।

তবে একটা ব্যাপার হলো, ৬৫ থেকে ৭০ এর উপরে গতি তুললে হালকা কম্পন অনুভব হয়। এটা ১১০ সিসির বাইকগুলোর সাধারণ সমস্যা হলেও উল্লেখ করার মতো। দৈনন্দিন অফিস-কলেজের পথে ৪০-৫০ এর গতিতে বাইকটি খুবই স্থিরভাবে চলে।

মাইলেজ Radeon-এর বড় শক্তি। ব্যক্তিগতভাবে শহরের ভিতরে আমি ৫৫ থেকে ৬০ কিলোমিটার প্রতি লিটার পেয়ে থাকি। হাইওয়েতে সেটা ৬৫ পর্যন্ত যায়। নিয়মিত সার্ভিস এবং সঠিক এয়ার প্রেসার মেনে চললে মাইলেজ স্থিতিশীল থাকে। বর্তমান জ্বালানি দামের বাজারে এটা সত্যিই অনেক লাভজনক।
এই বাইকটির সিট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। সিটটা বড় এবং নরম, যেটা দীর্ঘ সময় বসে থাকলেও ক্লান্তি কমিয়ে দেয়। পরিবারের কাউকে নিয়ে চলাফেরা করতে খুব সুবিধা হয়। সাসপেনশনও সফট, বিশেষ করে গ্রামীণ বা ভাঙা রাস্তা দিয়ে চলার সময় আরামের পার্থক্যটা বেশ বোঝা যায়।

বিল্ড কোয়ালিটি ও ডিজাইন
TVS Radeon 110 এর বডিতে মেটাল ব্যবহারের জন্য বাইকটা বেশ মজবুত মনে হয়। হালকা ধাক্কা বা স্ক্র্যাচ সহজে চোখে পড়ে না। ডিজাইনের ক্ষেত্রে বলতে গেলে এটা খুব সিম্পল এবং ক্লাসিক লুকের। যারা স্পোর্টি স্টাইল পছন্দ করেন তাদের কাছে খুব আকর্ষণীয় লাগবে না।

বাজেটে খুব আধুনিক ফিচার আশা করা যায় না, তবে যা আছে তা ব্যবহারিক।
LED DRL উজ্জ্বল এবং দিনে স্পষ্ট দেখা যায়।
অ্যানালগ মিটারটি সহজপাঠ্য।
USB চার্জার থাকা সত্যিই কাজের, বিশেষ করে মোবাইল চার্জ কম থাকলে।
সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর নিরাপত্তার জন্য ভালো একটি সংযোজন।

ব্রেকিং পারফরম্যান্স

আমার বাইকটিতে সামনে ও পেছনে ড্রাম ব্রেক। ব্রেকিং এভারেজ বলা যায়। দৈনন্দিন ব্যবহারে সমস্যা হয়নি, তবে খুব হঠাৎ থামার দরকার হলে ডিস্ক ব্রেকের মতো আত্মবিশ্বাস পাওয়া যায় না।

মাইলেজ ভালো
সিট অনেক আরামদায়ক
মেটাল বডির জন্য বাইকটা শক্ত
ইঞ্জিন স্মুথ
মেইনটেনেন্স খরচ কম

যেসব জায়গায় উন্নতি করা যেত

ডিজাইন আরেকটু আধুনিক হতে পারত
উচ্চ গতিতে কম্পন কমানো দরকার
পিকআপ খুব বেশি নয়

শেষ কথা

আমি ব্যক্তিগতভাবে TVS Radeon 110 কে ভ্যালু ফর মানি বলে মনে করি। বিশেষ করে যারা প্রতিদিন অফিস, কলেজ কিংবা ব্যবসার কাজে মোটরসাইকেল ব্যবহার করেন এবং খরচ বাঁচাতে মাইলেজকে অগ্রাধিকার দেন, তাদের জন্য এটি একটি বিশ্বাসযোগ্য অপশন।

স্পিড, স্পোর্টি লুক বা হাই পারফরম্যান্স চাইলে এই বাইকটি আপনার পছন্দ হবে না। কিন্তু চাইলে আরামদায়ক, শক্তপোক্ত এবং কম খরচের একটি কমিউটার — Radeon 110 হতাশ করবে না।