ridercritic
← Back to Critics

হোর্নেট ২.০ – দৃষ্টিতে হিংস্র, গতিতে নম্র

Critic of honda Hornet 2.0 2024

4/5
T

THE CITY FLYER

Saturday, November 1, 2025 3:02 PM

honda Hornet 2.0 2024

Images

Critic image 1

Video

হোন্ডা হোর্নেট ২.০ দেখতে যতটা আগ্রাসী ও মাংসপেশি–পারফরম্যান্সে ততটা ধারালো নয়। পুরো বাইকটা অনেকটা “স্টান্স আছে, স্পিড নেই” টাইপ।


১৭ HP পাওয়ার ও ১৬.১ Nm টর্ক এই সেগমেন্টে খুবই গড়পড়তা।

  • Apache RTR 200, Pulsar N200, MT-15-এর সাথে তুলনা করলে হোর্নেট বেশ পিছিয়ে পড়ে।

  • ৬ষ্ঠ গিয়ার নেই, ফলে হাইওয়েতে গতি তুলতে গেলে ইঞ্জিন চাপ খায় ও বেশি RPM লাগে।সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে — যা এই দামের বাইকে এখন খুবই পুরনো ফিচার।

  • রিয়ার টায়ার ব্রেকিং-এর সময় স্কিড করার সম্ভাবনা থাকে।কোন Bluetooth কানেক্টিভিটি নেই

  • কোন রাইডিং মোড, ট্র্যাকশন কন্ট্রোল, বা স্লিপার ক্লাচ নেই

  • এমনকি ব্যাটারি ভোল্টেজ ইন্ডিকেটর বা টার্ন-বাই-টার্ন নেভিগেশনও দেয়নি

  • ডিজিটাল কনসোল আছে, কিন্তু বর্তমান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক সিম্পল দেখতে অনেক স্পোর্টি, ট্যাঙ্ক শার্প, USD Fork প্রিমিয়াম — কিন্তু রাইড করলে সেই অ্যাটিটিউড পাওয়া যায় না।

  • পাওয়ার ডেলিভারি খুবই লিনিয়ার, আগ্রাসনহীন।দামের হিসাবে ফিচার কম, পারফরম্যান্স গড়, তাই ভ্যালু-ফর-মানি হিসেবে খুব একটা শক্তিশালী নয়।

  • এই বাজেটে TVS RTR 200 4V বা Yamaha MT-15 বেশি আকর্ষণীয় অপশন।

হোন্ডা হোর্নেট ২.০ শক্তিশালী পারফরম্যান্সের বাইক নয় — বরং এটি একটি স্টাইলিশ কিন্তু অতিরিক্ত শান্ত চরিত্রের বাইক। যারা আগ্রাসী রাইড, স্পিড বা ফিচার খোঁজেন, তাদের জন্য এটি সঠিক পছন্দ নয়।

Comments (0)

No comments yet. Be the first to comment!

Leave a Comment

You can comment anonymously or log in to comment